তামিম-সাকিবের ফিফটি জুটিতে এগুচ্ছে বাংলাদেশ
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে উইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। আর এই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
তামিম সাকিবের ব্যাটে দলীয় অর্ধশতক পূরণ করলো বাংলাদেশ৷ এরই সাথে পূরণ হলো এই দুইজনের ফিফটি রানের পার্টনারশিপ।
রিপোর্টটি লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৬ ওভারে ১ উইকেটে ৫৩ রান। তামিম ২৭ ও সাকিব ১৯ রান নিয়ে উইকেটে আছেন।
এর আগে আজ আবারো ব্যর্থ হন এনামুল হক বিজয়।শুন্য রানে ফিরেন এউ ওপেনার। তারপর বৃষ্টির জন্য কিছুক্ষণ খেলা বন্ধ থাকার পর খেলা শুরু হলে দেখেশুনে ঠান্ডা মেজাজে খেলছে তামিম-সাকিব জুটি। প্রথম পাওয়ার প্লেতে আসে মাত্র ৩১ রান ও ৩ টি বাউন্ডারি।
এই ম্যাচে অধিনায়ক মাশরাফির সঙ্গে পেস বিভাগে আছে মুস্তাফিজুর রহমান এবং রুবেল হোসেন। এই তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ দলের প্রধান কোচ স্টিভ রোডস।
অন্যদিকে স্পিনার হিসেবে সাকিবের সঙ্গে একাদশে আছে অফ স্পিনার মেহেদী মিরাজ ও মোসাদ্দেক হোসেন। আর টপ অর্ডারে তামিমের সাথে ওপেন করবেন এনামুল হক বিজয়। টপ অর্ডারে আরেক ব্যাটসম্যান হিসাবে দলে আছে সাব্বির রহমান।
বাংলাদেশের একাদশ:
মাশরাফি মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেট কিপার), সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদী মিরাজ, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।
মাশরাফি মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেট কিপার), সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদী মিরাজ, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ:
জেসন হোল্ডার, দেবেন্দ্র বিশু, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, শেই হোপ, আলজারি জোসেফ, এভিন লুইস, জেসন মোহাম্মদ, অ্যাশলি নার্স, রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল।
জেসন হোল্ডার, দেবেন্দ্র বিশু, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, শেই হোপ, আলজারি জোসেফ, এভিন লুইস, জেসন মোহাম্মদ, অ্যাশলি নার্স, রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল।

No comments